আন্তর্জাতিক

কিম জং উনের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

প্রথমবারের উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে তার বিরুদ্ধে এধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। খবর বিবিসির। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে উত্তর কোরিয়ার আরো ১০ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর আগে নিষেধাজ্ঞা সত্ত্বেও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোয় উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। কিন্তু সেসময় উত্তর কোরিয়ার কোনো নেতার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়নি। দেশটির কোনো নেতার ওপর এটাই প্রথম মার্কিন নিষেধাজ্ঞা। তবে কিমের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে উত্তর কোরিয়ার তরফ থেকে কোনো কিছু জানানো হয়নি। টিটিএন/এমএস

Advertisement