আজ ৭ জুলাই। পবিত্র মাহে রমজান শেষে মুসলমান ধর্মপ্রাণ অনুসারীরা ঈদ পালন করছেন। ঈদ পালন করছেন অভিষেকে সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুলও। এই দিনেই আবার জন্ম নিয়েছেন বাংলাদেশের অন্যতম সেরা এ প্রতিভা। তাই ঈদ ও জন্মদিনের আনন্দ দ্বিগুণ হয়ে গেছে এ তারকার।জন্মদিন হলেও কোন বিশেষ আয়োজন নেই আশরাফুলের। অন্যান্য আট-দশটা সাধারণ দিনের মতই পালন করছেন তিনি। সকালে বনশ্রীতে নিজ বাসভবনের পাশেই একটি মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন অ্যাশ। এরপর বাসায় এসে নিজ পরিবারের সঙ্গে ঈদ ও জন্মদিনের আনন্দ ভাগাভাগি করছেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এ তারকা।ঈদ ও জন্মদিন একই দিনে হওয়ায় কেমন লাগছে জানতে চাইলে আশরাফুল জাগো নিউজকে বলেন, ‘আমার খুবই সৌভাগ্য যে, ঈদের দিন ও আমার জন্মদিন একই দিনে পড়েছে। তবে এ নিয়ে আজকে বিশেষ কোন পরিকল্পনা নেই। বাড়ির পাশেই একটি মসজিদে ঈদের নামাজ আদায় করেছি। এরপর বাসায় এসে সবার সঙ্গে আনন্দ ভাগ করার চেষ্টা করছি।’ঈদ এবং জন্মদিন যেমন একসঙ্গে দ্বিগুণ আনন্দ দিয়েছে আশরাফুলকে। তেমনি শিগগিরই আবারো দ্বিগুণ আনন্দের অপেক্ষায় আছেন এ ব্যাটসম্যান। আগামী ১৬ আগস্ট নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে যাচ্ছেন তিনি। শুধু তাই নয়, সব ঠিক থাকলে এর পরের মাসেই তার স্ত্রীর কোল জুড়ে আসছে সন্তান। কন্যাসন্তানের বাবা হতে চলেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশকে একমাত্র জয় এনে দেওয়া এ তরকা।আরটি/এমএস
Advertisement