দেশজুড়ে

শোলাকিয়া ঈদগাহের পাশে ককটেল হামলা

কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানের পাশে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে আমাদের কিশোরগঞ্জ প্রতিনিধি নূর মোহাম্মদ জানিয়েছেন, সকাল পৌনে ৯টার দিকে প্রথম হামলা চালানো হয়। এতে পুলিশসহ ১০ জন আহত হন। এরপর সাড়ে ৯টার দিকে আবার হামলা চালানো হয়। ৯টা ৫০ মিনিটে এ প্রতিবেদন লেখার সময় স্থানীয় আজিম উদ্দিন স্কুলের পাশের একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। সেখান থেকেই হামলা চালানো হয়েছে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছুড়ছে। দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় এই শোলাকিয়া ঈদগাহে ময়দানে। গতকাল বুধবারই কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন জানিয়েছিলেন, মুসল্লিদের সার্বিক নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করবে। মাঠের ভেতরে ও বাইরে ৪৫টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। ঈদগাহে প্রবেশের বিভিন্ন পথে মেটাল ডিটেক্টর দিয়ে মুসল্লিদের দেহ তল্লাশি করা হবে। আর জামাত শুরুর আগে পুরো মাঠ মেটাল ডিটেক্টর দিয়ে সুইপিং করা হবে।এ মাসের শুরুতেই রাজধানীর গুলশানে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ঈদের জামাত নিয়ে বাড়তি সতর্কতা ছিল। ব্যাগসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে মাঠে প্রবেশ নিষিদ্ধ করা হয়।নূর মোহাম্মদ/এনএফ/এমএস

Advertisement