আগামী ২৪ আগষ্ট শেরপুর সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সীমানা জটিলতা ও ভোটার তালিকা ত্রুটি সংক্রান্ত আইনি জটিলতা পেরিয়ে অবশেষে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বুধবার জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।জানা যায়, জামালপুর সদরের সাথে সীমানা জটিলতা ও ভোটার তালিকা ত্রুটি সংক্রান্ত জটিলতার অভিযোগ তুলে নির্বাচন কমিশন ঘোষিত তফসিলের স্থগিতাদেশ চেয়ে হাইকোর্ট আবেদন করেছিলেন শেরপুর সদর উপজেলার কুলুরচর এলাকার আলমগীর হোসেনসহ চার ব্যাক্তি।ওই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২০ ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি মির্জা হোসেন হায়দার ও বিচারপতি মাহমুদ খুরশিদ আলমের বেঞ্চ চার মাসের জন্য এ নির্বাচনের ওপর স্থগিতাদেশ জারি করে। জুলাই মাসের প্রথম সপ্তাহে হাইকোর্টের ওই স্থগিতাদেশ প্রত্যাহার হলে আইনি জটিলতা দূর হয়।
Advertisement