দেশজুড়ে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

অধিক যানবাহন ও প্রবল বৃষ্টিপাতের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের চন্দ্রা ও আশপাশের ৫৫ কিলোমিটার এলাকাজুড়ে এই যানজটের সৃষ্টি হয়েছে। আশুলিয়া-চন্দ্রা ও আব্দুল্লাহপুর-চন্দ্রা এই দুই রুটের যানজট বঙ্গবন্ধু সেতু পর্যন্ত গিয়ে ঠেকেছে। সাভার, আশুলিয়া, ধামরাই, সব জায়গায় সোমবার সন্ধ্যা থেকে একই চিত্র। যানজট এতটাই তীব্র আকার ধারণ করেছে ১০-১২ ঘন্টায় ৫০ কিলোমিটারও পথ অতিক্রম করতে পারেনি অনেকেই।মঙ্গলবার ভোর রাতে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গের গাড়িগুলো থেমে থেমে চললেও উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী গাড়িগুলো চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।এ ব্যাপারে ট্রাফিক পুলিশ সার্জেন্ট মোহন জাগো নিউজকে জানান, গাড়ির অতিরিক্ত চাপ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বৈরী আবহাওয়ার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী গাড়িগুলো থেমে চলাচল করছে। যান চলাচল স্বাভাবিক রাখতে ঢাকাগামী গাড়িগুলো চলাচল বন্ধ রাখা হয়েছে। বেলা বাড়ার সঙ্গে এ অবস্থার উন্নতি হবে বলেও আশা করছেন তিনি।আরিফ উর রহমান টগর/এআরএ/পিআর

Advertisement