খেলাধুলা

আইসদের রাজকীয় বিদায় (ভিডিও)

চলতি ইউরোতে অনেকটা রূপকথার গল্পের মতই চলছিল আইসল্যান্ডের পথচলা। কোয়ার্টার ফাইনালে তারা এসেছিল অপরাজিত থেকেই। এরপর শেষ আটে উঠার লড়াইয়ে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে দেয় তারা। কিন্তু সেমির আগেই থামতে হয় তাদের। স্বাগতিক ফ্রান্সের হাতে রীতিমত বিধ্বস্ত হয় তারা। কিন্তু হারলেও কোটি দর্শকের হৃদয় জয় করেছেন ভাইকিংসরা। রোববার রাতে ফ্রান্সের বিপক্ষে ৫-২ গোলের বড় ব্যবধানে হারে আইসল্যান্ড। হারের পর ভাইকিংস স্টাইলে রেইকজাভিক থেকে বিদায় নেয় প্রায় ১০,০০০ আইস ফুটবল ভক্ত। তারা তাদের স্যালুট দিয়ে নিজের দলকে সম্মান জানিয়ে বিদায় নেন। মাত্র তিন লাখ জনসংখ্যার দেশের এমন অর্জনকে ইতিহাসের সেরা অর্জন বলছেন তারা। সামাজিক মাধ্যমগুলোতে আইসদের কীর্তি নিয়ে রীতিমত ঝড় উঠেছে। আইসদের সত্যিকার চ্যাম্পিয়ন বলে টুইট করেছেন অনেকেই। তাদের রাজকীয় প্রস্থানের ভিডিও রীতিমত ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমগুলোতে। আরটি/জেএইচ/এমএস

Advertisement