খেলাধুলা

পাকিস্তান বোলিংয়ের নেতৃত্ব দিবেন আমির

স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে নিষেধাজ্ঞা কাটিয়েছেন পাঁচ বছর। এমন কি জেলও খেটেছেন মোহাম্মদ আমির। কিন্তু তারপরেও বিতর্ক পিছু ছাড়ছেনা তার। কিন্তু এ সব ভুলে নিজের বোলিংয়ে নজর দিতে বলেছেন পাকিস্তানের কিংবদন্তী পেসার ওয়াসিম আকরাম। ওয়াসিমের বিশ্বাস নিজের সেরাটা দিতে পারলে পাকিস্তান বোলিংয়ের নেতৃত্ব দিবেন এ কলঙ্কিত পেসারই।আগামী ১৪ জুলাই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে লর্ডসের মাঠে নামছে পাকিস্তান। এই ইংল্যান্ডের বিপক্ষে ছয় বছর আগে এ মাঠেই ইচ্ছাকৃত নো-বল করে বহিষ্কৃত হয়েছিলেন তিনি। তাই এ ম্যাচটি অনেকটাই আবেগের ম্যাচ আমিরের জন্য। তাই আমিরকে স্বাভাবিক থাকার পরামর্শ দিয়েছেন ওয়াসিম। বার্তা সংস্থা এএফপিকে ওয়াসিম বলেন, ‘এটা তার জন্য খুব সহজ নয়। আমার উপদেশ থাকবে খেলাটিকে উপভোগ করার। তার বলে গতি ও দক্ষতা আছে। চেষ্টা করলে সে তার সেরাটা দিতে পারবে।’আমিরের পাশাপাশি লেগস্পিনার ইয়াসির শাহকে পাকিস্তানের অন্যতম ভরসা হিসাবে উল্লেখ করেন ওয়াসিম। তার মতে আমিরের সঙ্গে ইয়াসিরের জুটি খুবই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলে মনে করেন তিনি। সম্প্রতি ইয়াসিরও নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন।‘আমির পাকিস্তান বোলিংয়ে নেতৃত্ব দিতে পারে। তবে লেগ স্পিনার ইয়াসিরেরও সে সামর্থ্য রয়েছে। সম্পূর্ণ ফিট শাহ পাকিস্তানের তুরুপের তাস হতে পারে।’সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ক্রিকেট খেলে চলেছে ইংল্যান্ড। তাই তাদের হারানো অনেক কঠিন হবে বলে মনে করেন ওয়াসিম। ও প্রসঙ্গে তিনি বলেন, ‘গত ১৮ মাসে ইংল্যান্ড দারুণ দক্ষতা দেখিয়েছে দক্ষিণ আফ্রিকাকে হারানো, বিশ্বকাপ টি-টোয়েন্টির ফাইনালে জায়গা করে নেওয়া এরপর শ্রীলংকার বিপক্ষে জয়। তাদের হারানো অনেক কঠিন হবে।’পাকিস্তানের ব্যাটিং লাইনআপ মূলত দুই বর্ষীয়ান তারকা মিসবাহ উল হক ও ইউনুস খানের উপর নির্ভর করে। এই দুই ব্যাটসম্যানই তাদের তাদের ক্যারিয়ারের গোধূলি লগ্নে পৌঁছেছেন। তাই তরুণদের থেকেও ভালো কিছু আশা করছেন ওয়াসিম।‘পাকিস্তানি ব্যাটসম্যানদের জন্য এটা খুব কঠিন হয়ে দাঁড়াতে পারে। জুলাই আগস্টের শুষ্ক মৌসুমে উইকেট একটু সহজ থাকে। কিন্তু ডিউক বল একটু বেশি সুইং করে ফলে স্লিপে ক্যাচ চলে যাওয়ার সম্ভবনা বেশি। তাই ব্যাটসম্যানদের জন্য কঠিন সময়ই অপেক্ষা করছে।’আরটি/জেএইচ/এমএস

Advertisement