ইউরোপীয় ইউনিয়ন বিরোধী রাজনৈতিক দল হিসেবে পরিচিত ইউকেআইপির নেতা নাইজেল ফারায পদত্যাগ করেছেন। ব্রেক্সিট ভোটের মাত্র দু’সপ্তাহ পরেই ইউকেআইপি থেকে পদত্যাগ করলেন ফারায। ১৯৯৯ সালে ইউকেআইপির এমইপি হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। লন্ডনে এক বিবৃতিতে ফারায বলেন, তিনি তার জীবনে কখনো রাজনীতিবিদ হতে চান নি। ব্রেক্সিট ভোটে ব্রিটেনের ইইউ ছাড়া পক্ষে ছিলেন তিনি। আর এ জন্য ব্যাপক প্রচারণাও চালান ফারায। বিবৃতিতে ফারায আরো বলেন, আমার মনে হচ্ছে আমার কাজ আমি শেষ করতে পেরেছি। আমি এর চেয়ে বেশি আর কিছু অর্জন করতে চাই না। আমি আপনাদের আশ্বাস দিচ্ছি আমি কখনো আমার মন মানসিতকা বদল করব না। আমি ইউকেআইপির একজন নেতা হিসেবে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। ব্রেক্সিট ভোটে আমাদের জয় মানে রাজনীতিতে আমার আকাঙ্খা জয়ী হয়েছে। আমি এই প্রচারণায় এসেছিলাম কারণ আমি চেয়েছিলাম আমরা একটি স্বাধীন সরকার পাব। কিন্তু আমি রাজনীতিতেই আমার জীবন অতিবাহিত করার চিন্তা করিনি। আর আমি এর চেয়ে বেশি কিছু চাই না।টিটিএন/পিআর
Advertisement