বাংলাদেশের ইতিহাসে গত শুক্রবার (১ জুলাই) দিবাগত রাতে ঘটে গেল ভয়াবহ এক জঙ্গি হামলা। গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে জঙ্গিদের হাতে সেদিন জিম্মি অবস্থায় দেশি-বিদেশি ২০ জন নিহত এবং দুই পুলিশ সদস্য শাহাদাতবরণ করেন। নিহতদের মধ্যে ৯ জন ইতালীয়, ৭ জন জাপানি ও একজন ভারতের নাগরিক রয়েছেন। বাকি তিনজন বাংলাদেশি।ভয়াবহ এই হামলার অবসান ঘটে যৌথ বাহিনীর অপারেশনে। সেখানে ছয় হামলাকারী নিহত হয়। তাদের মধ্যে সর্বাধিক আলোচিত জঙ্গি নিবরাস ইসলাম। এই আততায়ীর সঙ্গে চিত্রনায়ক ফেরদৌসের একটি ছবি অনলাইনে ভাইরাল হয়ে গেছে। বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতির শিকার হয়েছেন ফেরদৌস। অনেকেই তাকে ফোন, মেসেজ ও মেইল করে নিবরাসের ব্যাপারে জানতে চাইছেন। অবশেষে এই ব্যাপারে মুখ খুললেন ফেরদৌস। বর্তমানে চলচ্চিত্রের এই গুণী অভিনেতা বেড়ানোর জন্য স্পেনে রয়েছেন। সেখান থেকেই ফেসবুকে লিখেছেন নিবরাসের সঙ্গে ছবিটির ব্যাপারে। তিনি লিখেছেন, ‘আর চুপ করে থাকতে পারলাম না। নিবরাস ইসলাম নামের একটা জঙ্গির সাথে আরো কয়েকজনসহ আমার একটা ছবি দেখা গেছে। ছবিটা কি ফটোশুট নাকি রিয়াল ওটাই বুঝতে পারছি না। আমি এই ছবিটা কখন উঠালাম আমার নিজেরও মনে নেই। যাই হোক এখন আমার কথা হচ্ছে আমার কাছে হাজারও মানুষের আবদার থাকে একটা সেলফি তোলার জন্য। তো আমি হাজার মানুষের মধ্যে কীভাবে বুঝে নেবো কোনটা জঙ্গি আর কোনটা ভাল মানুষ। তাদের পিঠে তো আর লেখা থাকে না তারা যে জঙ্গি।’তিনি আরো লেখেন, ‘তার (জঙ্গি) সাথে নাকি ইন্ডিয়ার শ্রদ্ধা কাপুরেরও একটা ভিডিও আছে শোনলাম। ওটার জন্য এবার আপনারা শ্রদ্ধা কাপুরকেও জিজ্ঞেস করতে থাকেন...’বিরক্তি প্রকাশ করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী ফেরদৌস লিখেছেন, ‘বেড়াতে আসলাম স্পেনে। এখন আমার কাছে সেটাও বিরক্তিকর মনে হচ্ছে। সবাই আমাকে এটা ফোন করে বা মেসেস দিয়ে জিজ্ঞেস না করে, এটা নিয়ে এত আলোচনা না করে, নিজেই একটু চিন্তা করলে তো হয়ে যায়! যাই হোক, যারা এই ঘৃণ্য নৃশংস কাজটি করেছে এবং যাদের কারণে আমার প্রিয় বাংলাদেশ এতো চ্যালেঞ্জের মুখে পড়েছে তাদের প্রতি জানাই চরম ধিক্কার। আল্লাহ আমার দেশ ও দেশের মানুষদের রক্ষা করুক।’এদিকে নিবরাসের সঙ্গে ফেরদৌসের ছবিটি নিয়ে অনলাইনে যে বাড়াবাড়ি চলছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শোবিজের মানুষেরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিনেত্রী বলেন, ‘যেখানে বাবা-মা জানেন না সন্তান বিকারগ্রস্ত হয়ে ভুল পথে চলে যাচ্ছে সেখানে একজন সেলিব্রেটি কী করে জানবেন কে ভালো কে মন্দ! আমাদের অনেক আবদার মিটাতে হয়। দর্শক-ভক্তদের সঙ্গে ছবি তোলাও তেমনি একটি আবদার। ফিরিয়ে দিলে বা এড়িয়ে গেলে ওেই তারকাকে অহংকারী বলা হয়। তাই সবাই চেষ্টা করি দর্শক বা ভক্তদের আবদার রাখতে। নিবরাস সম্পর্কে যতদূর জানা গেছে, সে কিছুদিন আগেও স্বাভাবিক ছিলো। তখন তার সঙ্গে নায়ক ফেরদৌসের ছবি থাকতেই পারে। এই ছবি সর্বত্র ছড়িয়ে দেয়ার কিছু নেই। এটা নিয়ে ফেরদৌসকে বিরক্ত করাটাও অন্যায়।’তবে চিত্রনায়ক ফেরদৌসের খোঁ নিতে জানা যায় তিনি দেশেই রয়েছেন। তাকে ফোনে পাওয়াও গেল। ফেরদৌস জানালেন, যে পেজ থেকে স্ট্যাটাসটি দেয়া হয়েছে সেটি তিনি চালান না। তিনি বলেন, ‘ওই খুনী জঙ্গির সঙ্গে আমার ছবিটি কখন তোলা আমি নিজেও জানি না। একজন সেলিব্রেটি হিসেবে অনেকের সঙ্গেই আমাকে ছবি তুলতে হয়।’এলএ/পিআর
Advertisement