ব্যবহারকারীদের সুবিধার কথা ভেবে নতুন ভিডিও সেবা আনতে কাজ করছে টুইটার। সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের আসন্ন ভিডিও সেবার বেশকিছু ফিচার প্রকাশ করেছে। শীর্ষ মাইক্রোব্লগিং সাইটটি জানায়, তাদের ভিডিওগুলোর দৈর্ঘ্য হবে ১০ মিনিট। মূলত বিজ্ঞাপনদাতাদের আকৃষ্ট করতেই ভিডিও সেবা চালু করতে যাচ্ছে টুইটার। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ভিডিওগুলো সম্পাদনার কোনো সুযোগ পাবেন না গ্রাহকরা। তবে ভিডিওটি গ্রাহকের ফিডে কীভাবে প্রদর্শন করা হবে, তা নিয়ন্ত্রণ করতে পারবেন গ্রাহক। বিশেষ প্লাটফর্মে এ ভিডিও সেবা চালু করবে টুইটার। ইউটিউব বা অন্য কোনো প্লাটফর্মের ভিডিও টুইটারের ভিডিও প্লেয়ারে দেখা যাবে না। শুধু টুইটারের সংগ্রহে থাকা ভিডিওগুলোই দেখতে পাবেন গ্রাহকরা। এছাড়া টুইটার যাদের কাছে ভিডিও প্লাটফর্মটি বিক্রি করবে, শুধু তারাই এখানে তাদের ভিডিও প্রকাশ করতে পারবেন। তারা অন্য কারো কাছে প্লাটফর্মটি বিক্রি করতে পারবেন না।
Advertisement