বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি অ্যাডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহ্যান্সমেন্ট প্রজেক্টে (সেকায়েপ) দেড় হাজার শিক্ষক নেয়া হবে। অাগ্রহীরা ২১ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: সেকেন্ডারি অ্যাডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (সেকায়েপ)পদের নাম: অ্যাডিশনাল ক্লাস টিচারবিষয়ের নাম: ইংরেজি, গণিত, পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞানপদসংখ্যা: ১,৫০০ জনশিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) হতে হবে। স্নাতক (পাস) কোর্সের শিক্ষার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে ৩০০ নম্বরের কোর্স সম্পন্ন হতে হবে। স্নাতক (সম্মান ও পাস) পর্যায়ে ৫০ ভাগ বা সিজিপিএ ৪-এ ২.৫ থাকতে হবে।বেতন: স্নাতকে প্রথম শ্রেণিপ্রাপ্ত শিক্ষকদের ২৫,০০০ টাকা। দ্বিতীয় শ্রেণিপ্রাপ্তদের বেতন হবে ২২,০০০ টাকা।চুক্তির মেয়াদ: ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্তআবেদনের নিয়ম: সেকায়েপের ওয়েবসাইট www.seqaep.gov.bd এর মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের শেষ সময়: ২১ জুলাই ২০১৬সরাসরি জমা দেয়ার শেষ সময়: ৩০ জুলাই ২০১৬সূত্র: প্রথম আলো, ০৩ জুলাই ২০১৬এসইউ/এমএস
Advertisement