আজকের আয়োজন

সাধারণ জ্ঞান : চাকরির প্রস্তুতি- ৪র্থ পর্ব

সব ধরনের নিয়োগ পরীক্ষাতেই এমসিকিউ প্রশ্ন থাকে। যে প্রশ্নের সঠিক উত্তর জানতে সাধারণ জ্ঞানে ভালো দক্ষতা একান্ত প্রয়োজন। আলোচিত কিছু বিষয়ের খুঁটিনাটি জানা থাকলেই এমসিকিউ অংশে ভালো ফলাফল আশা করা যায়। তাই চাকরির প্রস্তুতির জন্য আজকের আয়োজনের ৪র্থ পর্ব-১. প্রশ্ন : বাংলার চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন?উত্তর : লর্ড কর্নওয়ালিস।২. প্রশ্ন : সিলেট কোন নদীর তীরে অবস্থিত?উত্তর : সুরমা।৩. প্রশ্ন : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় বক্তৃতা দেন?উত্তর : সাধারণ পরিষদের অধিবেশনে।৪. প্রশ্ন : মুক্তিযুদ্ধ শেষে আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে?উত্তর : এয়ার কমোডর এ কে খন্দকার।৫. প্রশ্ন : আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়?উত্তর : ১০ এপ্রিল ১৯৭১।৬. প্রশ্ন : ঢাকা বিভাগে কয়টি জেলা আছে?উত্তর : ১৭টি।৭. প্রশ্ন : পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?উত্তর : এশিয়া।৮. প্রশ্ন : অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান?উত্তর : দুর্ভিক্ষ ও দারিদ্র্য।৯. প্রশ্ন : কোন নেতা ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন?উত্তর : হাজী শরিয়তউল্লাহ।১০. প্রশ্ন : ভারতের সঙ্গে বাংলাদেশের পানিচুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?উত্তর : নয়াদিল্লি।১১. প্রশ্ন : পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে?উত্তর : গোয়ালন্দ।১২. প্রশ্ন : বাংলাদেশে কবে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়?উত্তর : ১৯৫৭ সালে।১৩. প্রশ্ন : বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কী ছিল?উত্তর : ৯৩ হাজার যুদ্ধবন্দির বিচার অনুষ্ঠান।১৪. প্রশ্ন : বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে?উত্তর : লসএঞ্জেলস।১৫. প্রশ্ন : ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাত পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনী প্রধান কে ছিলেন?উত্তর : মেজর জেনারেল কে এম শফিউল্লাহ।১৬. প্রশ্ন : বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?উত্তর : কামরুল হাসান।১৭. প্রশ্ন : কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়?উত্তর : আয়কর।১৮. প্রশ্ন : বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কী?উত্তর : সেন্টমার্টিন।১৯. প্রশ্ন : প্রথম মহিলা পুলিশ নিয়োগ করা হয় কোন সালে?উত্তর : ১৯৭৮ সালে।২০. প্রশ্ন : স্বাধীনতার প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল?উত্তর : বাংলাদেশের ম্যাপ।এসইউ/এমএস

Advertisement