রাজনীতি

এইচআরডব্লিউ বিএনপির আন্তর্জাতিক ফ্রন্ট : হাছান মাহমুদ

আন্তর্জাতিক মানবধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছে। এমনকি তারা বিএনপি নেত্রীর সঙ্গে মিল রেখে বক্তব্য দিচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির রাউন্ড টেবিল মিলনায়তনে বাংলাদেশ দেশরত্ন পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া র‌্যাব বিলুপ্তের দাবি জানিয়েছেন। তার (খালেদা জিয়া) সঙ্গে তাল মিলিয়ে হিউম্যান রাইট ওয়াচও র‌্যাব বিলুপ্তে দাবি করছেন। এতেই প্রমাণিত হয় হিউম্যান রাইট ওয়াচ মানবধিকার সংগঠনটি এখন বিএনপির আন্তর্জাতিক ফ্রন্ট।তিনি বলেন, ফিলিস্তিনের উপর হামলায় বিএনপি-জামায়াত সরব না থাকায় আমি সন্দেহ প্রকাশ করেছিলাম বিএনপির সঙ্গে ইসরাইলের যোগসূত্র রয়েছে। এটি কয়েকটি গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এটা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেভাবে কথা বলছেন তাতে মনে হয় তিনি অর্বাচিন প্রাণী এবং মানুষিক অসুস্থ।সংগঠনের সভাপতি চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতি জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।

Advertisement