জাতীয়

গুলশানের রেস্তোরাঁয় বোমা ডিস্পোজাল ও ক্রাইম সিন ইউনিট

গুলশান-২ এলাকায় অবস্থিত হলি আর্টিসান রেস্টুরেন্টে সন্ত্রাসীদের হাতে ২০ জন নিহতের ঘটনায় আলামত সংগ্রহে দ্বিতীয়দিনের মতো সিইআইডির ক্রাইম সিন ইউনিট (সিএসইউ) ও বোমা ডিস্পোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।রোববার দুপুর সোয়া ১২টায় ছয় সদস্যের সিএসইউ ইউনিট ও পুলিশের বোমা ডিস্পোজাল ইউনিটের একটি গাড়ি হলি আর্টিসান রেস্টুরেন্টে প্রবেশ করে। এর আগে শুক্রবার রাত ১টা ৩৫ মিনিটে সিএসইউ এর ১১ সদস্যের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে।এছাড়া জাপানের রাষ্ট্রদূত ও একজন প্রতিমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন এবং সাধারণ বিদেশি নাগরিকরা ঘটনাস্থল পরিদর্শন করছেন।সরেজমিনে দেখা যায়, রেস্টুরেন্টটির আশপাশে ৫০ গজ দূরে ব্যারিকেড দেয়া হয়েছে এবং অর্ধশতাধিক পুলিশ সদস্য টহল দিচ্ছেন।এআর/বিএ/আরআইপি

Advertisement