খেলাধুলা

গুলশানের ঘটনায় ইউরোতে ১ মিনিট নীরবতা

গুলশান হামলার ঘটনায় নিহতদের স্মরণে ইউরো ফুটবলের তৃতীয় কোয়ার্টার ফাইনালে ইতালি-জার্মানি ম্যাচ শুরুর আগে ১ মিনিট নীরবতা পালন করা হয়। আর এ নিজ দেশের ৯ জন মৃত্যুবরণ করায় জার্মানির বিপক্ষে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামে ইতালি। শুক্রবার রাতে গুলশান-২ এর ৭৯ নম্বরের হলি আর্টিসান রেস্টুরেন্টে সন্ত্রাসীরা আক্রমণ করে। এতে প্রায় ৩৫ জনের মত লোককে সন্ত্রাসীরা জিম্মি করে রাখে। শনিবার ভোরে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসীদের কবল থেকে এলাকাটিকে মুক্ত করা হয়। এই অভিযানে ৬ সন্ত্রাসী এবং ২০ জন মানুষ মারা যান। এর মধ্যে ৯ জন ছিলেন ইতালিয়ান নাগরিক। আর এ ঘটনায় ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। বোর্দেতে ম্যাচের আগের নীরবতায় অংশ নেয় সবাই। গোটা স্টেডিয়াম সংহতি জানায়। এই ম্যাচে অবশ্য জেতা হয়নি ইতালির। টাইব্রেকে ৬-৫ গোলে জার্মানির কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে তারা।এমআর/আরআইপি

Advertisement