তথ্যপ্রযুক্তি

সিম্ফনির নতুন স্মার্টফোন জেড ফাইভ বাজারে

মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফনি সম্প্রতি বাজারে এনেছে জেড সিরিজ এর অত্যাধুনিক স্মার্টফোন জেড ফাইভ। যমুনা ফিউচার পার্কের সিম্ফনির ফ্ল্যাগশিপ আউটলেটে হ্যান্ডসেটটির উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কোম্পানীর সিনিয়র ডিরেক্টর রেজওয়ানুল হক এবং হেড অব মার্কেটিং আশরাফুল হক সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।ফোনটির বিশেষত্ব হলো- এই প্রথমবারের মতো কাস্টমারদের সাজেশন ও চাহিদা অনুযায়ী সিম্ফনি ফোনটি প্রস্তুত করেছে। অর্থাৎ বিভিন্ন সময় কাস্টমাররা যেসব চাহিদার কথা বলেছেন তা বিবেচনা করেই হ্যান্ডসেটটি তৈরি করা হয়েছে।১৩ মেগাপিক্সেল সনি আইএমএক্স ক্যামেরা সমৃদ্ধ জেড ফাইভ হ্যান্ডসেটটিতে রয়েছে ২ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ৫ ইঞ্চি আইপিএস এইচডি ডিসপ্লেসহ হ্যান্ডসেটটিতে ব্যবহার করা হয়েছে ড্রাগনট্রেইল গ্লাস, যা ফোনটিকে বাইরের চাপ এবং দাগ থেকে সুরক্ষিত রাখবে। এছাড়াও পেছনে রয়েছে গরিলা গ্লাস ৩। এই দুই ধরনের গ্লাস ফোনটিকে করেছে অনেক বেশি টেকসই।৪.৪.২ কিট কাট অপারেটিং সিস্টেমের সাথে ব্যবহার করা হয়েছে ১.৪ GHz অক্টাকোর প্রসেসর। গ্রাহকের ফোনের বহুমূখী ব্যবহারকে বিবেচনায় এতে রয়েছে ২ জিবি র‌্যাম এবং ১৬ জিবি রোম।এছাড়াও ফোনটিতে রয়েছে অপেরা ম্যাক্স অ্যাপ। এই প্রথম কোন হ্যান্ডসেটে অপেরা ম্যাক্স অ্যাপ ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারী তার ইন্টারনেট ব্যবহারকে আরও পরিকল্পিত করতে পারবে। ইন্টারনেট ডাটা ব্যবহার আরও সাশ্রয়ী হবে। সিম্ফনির এই সেটটি বাজারে পাওয়া যাচ্ছে মাত্র ১৪,৯৯০ টাকায়।

Advertisement