ধর্ম

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় তৃতীয় হাফেজ সোলায়মান

কুরআন নাজিলের মাস রমজান। এ মাসে বিশ্বের বিভিন্ন দেশে কুরআনের বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় জর্দানে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক কুরআন প্রতিযোগতা। প্রতিযোগিতায় অংশ নেয় ৭০টি দেশ। হাফেজ সোলায়মান এ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বিশেষ কৃতিত্ব বয়ে এনেছেন। যা বাংলাদেশকে বিশ্ব দরবারে কুরআনের লালনকারী হিসেবে সুপরিচিত করে তুলেছে।

Advertisement

জর্ডানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতাটি ১৮ রমজান শুরু হয়ে ২৬ রমজান শেষ হয়। এ প্রতিযোগিতায় ভোলায় জন্ম নেয়া কিশোর হাফেজ সোলায়মান তৃতীয় স্থান লাভ করেন।হাফেজ কারি নেছার আহমদ আন-নাছিরি পরিচালিত যাত্রাবাড়ীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র হাফেজ সোলাইমান হাওলাদার। এর আগে সে তুরস্ক ও মিসরে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হয়েছিল।হাফেজ সোলায়মান ঈদের পর গাম্বিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে। আন্তর্জাতিক পরিমণ্ডলের কুরআন প্রতিযোগিতায় হাফেজ সোলায়মান ধারাবাহিকভাবে সাফল্য লাভ করবে এবং বিশ্ব দরবারে বাংলাদেশকে পরিচিত করে তুলবে এ প্রত্যাশায়...এমএমএস/এবিএস