সব ধরনের নিয়োগ পরীক্ষাতেই এমসিকিউ প্রশ্ন থাকে। যে প্রশ্নের সঠিক উত্তর জানতে সাধারণ জ্ঞানে ভালো দক্ষতা একান্ত প্রয়োজন। আলোচিত কিছু বিষয়ের খুঁটিনাটি জানা থাকলেই এমসিকিউ অংশে ভালো ফলাফল আশা করা যায়। তাই চাকরির প্রস্তুতির জন্য আজকের আয়োজনের ৩য় পর্ব-১. প্রশ্ন : ‘সোনালি আঁশের দেশ’ কোনটি?উত্তর : বাংলাদেশ।২. প্রশ্ন : বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত?উত্তর : ১৩৭।৩. প্রশ্ন : বাংলাদেশের বিখ্যাত মনিপুরী নাচ কোন অঞ্চলের?উত্তর : সিলেট।৪. প্রশ্ন : বাংলাদেশ কোন সালে ইসলামি সম্মেলন সংস্থার সদস্য পদ লাভ করে?উত্তর : ১৯৭৪ সালে।৫. প্রশ্ন : যমুনায় বঙ্গবন্ধু সেতুর পিলার কয়টি?উত্তর : ৫০টি।৬. প্রশ্ন : জাতীয় সংসদ ভবন কত একর জমির উপর নির্মিত?উত্তর : ২১৫ একর।৭. প্রশ্ন : কুমিল্লা বার্ড (BARD)–এর প্রতিষ্ঠাতা কে?উত্তর : আখতার হামিদ খান।৮. প্রশ্ন : বাংলাদেশ ভারতের কাছ থেকে কী পরিমাণ সমুদ্রসীমা লাভ করেছে? উত্তর : ১৯,৪৬৭ বর্গ কিলোমিটার।৯. প্রশ্ন : বাংলাদেশের বর্তমান মোট সমুদ্রসীমা কত? উত্তর : ১,১৮,৮১৩ বর্গ কিলোমিটার।১০. প্রশ্ন : বাংলাদেশের সমুদ্রসীমা কতদূর পর্যন্ত বিস্তৃত?উত্তর : ১২ নটিক্যাল মাইল।১১. প্রশ্ন : বাংলাদেশের গ্রামীণ পরিবারের আয়ের উৎস কী?উত্তর : কৃষি।১২. প্রশ্ন : বাংলাদেশের কত শতাংশ গ্রামীণ পরিবারের আয়ের উৎস কৃষি?উত্তর : ৮৭ শতাংশ।১৩. প্রশ্ন : ঐতিহাসিক ২১-দফা দাবির প্রথম দাবিটি কী ছিল?উত্তর : বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা।১৪. প্রশ্ন : ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়?উত্তর : ১৬১০ সালে।১৫. প্রশ্ন : বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে?উত্তর : ৬০ জন।১৬. প্রশ্ন : বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী–উত্তর : রেডিমেড গার্মেন্টস।১৭. প্রশ্ন : জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?উত্তর : লুই আই কান।১৮. প্রশ্ন : বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় কত মার্কিন ডলার?উত্তর : ৮৪৮ ডলার।১৯. প্রশ্ন : বাংলাদেশে পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়‒উত্তর : ২ ডিসেম্বর, ১৯৯৭।২০. প্রশ্ন : বাংলাদেশের সিভিল সার্ভিসের (BCS) ক্যাডার ক’টি?উত্তর : ২৮টি।এসইউ/এবিএস
Advertisement