বিনোদন

অস্কারের বিজ্ঞাপনে ক্রিকেটার সাব্বিরের মডেল নায়লা

দেশের বৃহৎ বিপণন প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল’র নতুন কোমল পানীয় অস্কার। পানীয়টির প্রচারণা বাড়াতে নির্মিত হচ্ছে বিজ্ঞাপন। সেখানে মডেল হয়েছেন ক্রিকেটার সাব্বির রহমান রুম্মন। তারসঙ্গে মডেল দেখা যাবে জনপ্রিয় মডেল নায়লা নাঈমকে। আজ শনিবার (২ জুলাই) রাজধানীর কোক স্টুডিওতে বিজ্ঞাপনটির নির্মাণ কাজ শুরু হয়েছে। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন সাকিব ফাহাদ। বিজ্ঞাপনের শুটিং স্পটে কথা হলো নির্মাতার সঙ্গে। তিনি বলেন, ‘বিজ্ঞাপনের গল্পটি মূলত সাব্বির রহমাকে নিয়ে। তিনি এখানে ক্রিকেটার হিসেবেই হাজির হবেন। আর নায়লা নাঈমকে দেখা যাবে পুলিশ হিসেবে। টিভিসিটিতে নাটকীয়তা আছে। দর্শকদের ভালো লাগবে।’তিনি আরো বলেন, ‘যেহেতু একটি নতুন পণ্যের বিজ্ঞাপন, তাই এখানে অনেক চমকের আয়োজন করা হয়েছে।’সাব্বির বলেন, ‘আমি পেশাদার খেলোয়ার। মডেল বা অভিনেতা নই। এখানেও আমাকে ক্রিকেটার হিসেবেই দেখবেন সবাই। বিজ্ঞাপনের কনসেপ্টটি চমৎকার লেগেছে বলে কাজটি করছি। তাড়াছা প্রাণ-আরএফএল’র মত বড় বিপণন প্রতিষ্ঠানের পণ্যের বিজ্ঞাপনে কাজ করতে পেরেও ভালো লাগছে। আমার বিশ্বাস বিজ্ঞাপনটি সকলের কাছে ভালো লাগবে এবং অস্কার কোমল পানীয় পণ্যটির প্রচার বাড়বে।’ এদিকে নায়লা নাঈম বলেন, ‘প্রথমবার নিজেকে পুলিশ চরিত্রে আবিষ্কার করছি। অন্যরকম এক অনুভূতি কাজ করছে। তাছাড়া ক্রিকেট তারকা সাব্বিরের সঙ্গে কাজ করে খুব ভালো লাগছে। বিজ্ঞাপনটি এবং অস্কার পণ্যটি সকলে গ্রহণ করবেন এটাই প্রত্যাশা করছি।’প্রাণের মিডিয়া ডিরেক্টর সুজন মাহমুদ বলেন, ‘অস্কারে কোমল পানীয় পণ্যটি ইতোমধ্যেই বাজারে এসেছে। এটি ক্ল্যাসিক এবং লেমন- এই দু’টি ফ্লেভারে পাওয়া যাচ্ছে। এরমধ্যেই ভোক্তারা এটি গ্রহণ করেছেন। এই বিজ্ঞাপন প্রচারের পর আরো বেশি আলোচনায় আসবে অস্কার এই বিশ্বাস করি।’  অস্কারের এই বিজ্ঞাপনটির ব্যাপ্তিকাল হবে পঞ্চাশ সেকেন্ড। এটি নির্মিত হচ্ছে রান আউট ফিল্মস’র ব্যানারে। চলতি মাসের শেষের দিকে এটি প্রচারে আসবে বলে জানালেন নির্মাতা সাকিব ফাহাদ। এনই/এলএ/এবিএস

Advertisement