সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় আসরে খেলার ব্যাপারে সম্মতি জানিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালাম ও ইংল্যান্ডের সিমীত ওভারের অধিনায়ক ইয়ন মরগান। পিএসএল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। চলতি বছরের অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে খেলোয়াড়দের ড্রাফট অনুষ্ঠিত হবে। দ্বিতীয় আসরের পিএসএলের পর্দা উঠবে আগামী ফেব্রুয়ারিতে। এদিকে পিএসএলে অংশগ্রহণকারী ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পিএসএল কর্তৃপক্ষ। পাঁচ ফ্রেঞ্চাইজি ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়াতে সম্মতি দিয়েছে। প্রথম আসরের ভিত্তিমূল্য থেকে ৯ শতাংশ বেশি পারিশ্রমিক পাবেন ক্রিকেটাররা। শুক্রবার লাহোরে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।গত বছরের আসরটিতে ১৩৮ জন পাকিস্তানিসহ মোট ৩১০ জন ক্রিকেটারকে পাঁচটি ক্যাগাগরিতে ভাগ করে খেলোয়াড়দের ড্রাফটে উঠানো হয়। ক্যাটাগরিগুলো হলোম প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড, সিলভার ও ইমারজিং। যেখানে ক্রিস গেইল, কেভিন পিটারসেন, শেন ওয়াটসন ও ডোয়েন ব্রাভোদের মতো তারকা ছিলেন। বাংলাদেশ থেকে ছিলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মোস্তাফিজের মতো তারকারা।এমআর/আরআইপি
Advertisement