আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ব্রিটেনের বিমানবন্দরে হামলার হুমকি আইএসের

যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনে হামলার হুমকি দিয়েছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। দেশটিতে স্বাধীনতা দিবস উদযাপনকালেই লস অ্যাঞ্জেলস বিমানবন্দর, জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর এবং হিথ্রো বিমানবন্দরে হামলা চালানোর হুমকি দিয়েছে আইএস। শনিবার গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়। আইএসের এক টুইট বার্তার বরাত দিয়ে টেলিগ্রাফের খবরে বলা হয়েছে, বিমানে এসব হামলা চালানো হবে। সাইট ইন্টিলিজেন্সের খবরে আইএসের ওই হুমকির খবর প্রচার করা হয়েছে। আইএসের ওই হুমকির পর পরই যুক্তরাষ্ট্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সম্প্রতি তুরস্কের ইস্তাম্বুল শহরের আতাতুর্ক বিমানবন্দরে হামলা চালিয়েছে আইএস। আইএসের আত্মঘাতী হামলায় ৪১ জন নিহত এবং আরো দুই শতাধিক আহত হয়েছে। এছাড়া শুক্রবার রাত পৌনে ৯টায় বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশান-২ এলাকার ৭৯ নম্বর রোডের হলি আর্টিসান রেস্টুরেন্টে হামলা চালিয়েছে আইএস। আইএসের পক্ষ থেকে ওই হামলার দায় স্বীকার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, রেস্টুরেন্টের ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালায়। শনিবার সকাল পর্যন্ত ওই রেস্টুরেন্টে কমপক্ষে ২০ জনকে জিম্মি করে রাখা হয়েছিল। সকাল ৭টা ৪০ মিনিটে রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ভেতরে থাকা জিম্মিদের উদ্ধার করে পুলিশ। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থল থেকে ছয় সন্ত্রাসীসহ ২৬ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। টিটিএন/আরআইপি

Advertisement