রাজশাহীতে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতালে ডাক দিয়েছে জেলা বিএনপি। জেলার বানেশ্বরে বিএনপি নেতার মৃত্যুর প্রতিবাদে এ হরতালের ডাক দিয়েছে তারা। বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও রাজশাহী মহানগর সভাপতি মিজানুর রহমান মিনু এ তথ্য নিশ্চিত করেছেন।তারা জানান, বানেশ্বরে পুলিশ ও আওয়ামী লীগের হামলায় বিএনপির দুই জনের মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুর প্রতিবাদে মঙ্গলবার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত রাজশাহী জেলা ও মহানগরীতে হরতাল চলবে।
Advertisement