জাতীয়

অভিযান শেষে উদ্ধার ১২, নিহত ৫

গুলশান-২ এর ৭৯ নম্বরের হলি আর্টিসান রেস্টুরেন্টে সন্ত্রাসীদের হাতে জিম্মিদের উদ্ধার অভিযান শেষ হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মিজানুর রহমান। এছাড়া র‌্যাবের গোয়েন্দা শাখার এক কর্মকর্তা জানিয়েছেন, এক বিদেশিসহ ৫ জন নিহত হয়েছেন। ১২ জনকে উদ্বার করা হয়েছে। নিহত ও উদ্ধার হওয়াদের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানিয়েছেন তিনি।  ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের এক এসআই জাগো নিউজকে জানিয়েছেন, যাদের উদ্ধার করা হয়েছে তাদের ডিবি কার্যালয়ে নেয়া হচ্ছে। একইসঙ্গে মরদেহগুলোও ডিবি কার্যালয়ে নেয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। তবে নিহতদের বিষয়ে এখনো কিছুই জানা যায়নি। জানা যায়নি হামলাকারীদের ধরা সম্ভব হয়েছে কি না সে কথাও।  র‌্যাবের কর্মকর্তা অভিযান শেষ হওয়ার কথা জানালেও সাড়ে ৯টার দিকে একটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। শুক্রবার রাত ৯টার দিকে অস্ত্রধারী সন্ত্রাসীদের হাতে জিম্মিদের উদ্ধারে অভিযান শুরু হয় সকাল ৮টার কিছু আগে। তার আগে রাত ৩টার দিকে দু’জনকে জীবিত উদ্ধার করা হয়। ইতোমধ্যে এই ঘটনার দায় স্বীকার করেছেন জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।জেইউ/এনএফ/আরআইপি

Advertisement