জাতীয়

সেনা ও নৌবাহিনী প্রধান ঘটনাস্থলে

সেনাবাহিনীর প্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ও নৌবাহিনীর প্রধান নিজামউদ্দিন আহমেদ গুলশান-২ এ পৌঁছেছেন। শুক্রবার রাত থেকে সেখানকার একটি রেস্তোরাঁয় কয়েকজন জিম্মি করে রেখেছে সন্ত্রাসীরা। জিম্মিদের উদ্ধারে শনিবার সকালে অভিযান শুরুর পর ৮টার দিকে সেখানে পৌঁছান সেনাপ্রধান। এর আধাঘণ্টা পর সাড়ে ৮টার দিকে যান নৌবাহিনীপ্রধান।ইতোমধ্যে ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। সংগঠনটির মুখপত্র আমাক নিউজ এজেন্সির বরাত দিয়ে রয়টার্সের এক টুইটে বলা হয়েছে ঘটনায় ২০ জনের বেশি নিহত হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত জিম্মিদের উদ্ধারে অভিযান চলছে।  জেইউ/এনএফ/আরআইপি

Advertisement