জাতীয়

পুলিশকে লক্ষ্য করে গুলি : গুলশানে নিরাপত্তা জোরদার

রাজধানীর গুলশান-২ এলাকার ৭৯ নম্বর রোডের লেক ভিউ রেস্টুরেন্ট থেকে পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলি ছোড়ার ঘটনায় ওই এলাকায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুক্রবার রাত পৌনে ৯টায় ওই এলাকায় পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালালে দুই পুলিশ সদস্যসহ ৬ জন আহত হন বলে গুলশান থানা পুলিশ সূত্রে জানা গেছে।এর প্রেক্ষিতে গুলশান-২ এলাকায় বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি, র‌্যাব, বোমা ডিজপোজাল, সোয়াট মোতায়েন করা হয়েছে। এছাড়া আকাশ পথে হেলিকপ্টারে টহলও দিচ্ছে পুলিশ।  সূত্র জানায়, শুক্রবার রাত পৌনে ৯টায় গুলশান-২ এলাকার ৭৯ নম্বর রোডের লেক ভিউ রেস্টুরেন্ট থেকে পুলিশকে লক্ষ্য করে প্রথমে সন্ত্রাসীরা গুলি চালায়। পরে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলিতে দুই পুলিশ সদস্যসহ ৬ জন আহত হয়েছেন।এ ঘটনার পর থেকে পুরো রেস্টুরেন্ট এলাকা ঘিরে রেখেছে পুলিশ। পাশের একটি ক্লিনিকের ভেতর কথিত সন্ত্রাসীরা অবস্থান নিয়েছে দাবি করে সেই ক্লিনিকটিও ঘিরে রেখেছে পুলিশ।ঘটনাস্থলসহ পুরো গুলশান-২ এলাকার রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। ওই এলাকায় সাংবাদিকদেরও ঢুকতে দেয়া হচ্ছে না।শেষ খবর পাওয়া পর্যন্ত গোলাগুলির ঘটনা চলছে বলে জানা গেছে। তবে এই সন্ত্রাসীরা কারা এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।জেইউ/একে

Advertisement