আন্তর্জাতিক

উত্তরখণ্ডে বৃষ্টি-ভূমিধসে ১০ জনের মৃত্যু

ভারতের উত্তরখণ্ডে বৃষ্টি ও ভূমিধসের ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনো পর্যন্ত বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে। দু`বছর আগেও এ রাজ্যে ভয়াবহ বন্যায় ৬ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। রাজ্যের পিথোরাগর জেলার দিদিহাট শহরে বৃহস্পতিবার ভারি বৃষ্টিপাত এবং ভূমিধসের ঘটনায় তিন শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনো আরো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া বাসতারি এবং উর্মা এলাকাতেও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে।    এদিকে, শুক্রবার সকালে চামোলি জেলায় আকস্মিক বন্যায় পাঁচজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ভারি বৃষ্টিপাতের কারণে বেশ কিছু এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে। ৭টি পাহাড়ি অঞ্চলে ৭২ ঘণ্টার আবহাওয়া সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। টিটিএন/এমএস

Advertisement