ঈদের আগে সরকারি চাকরিজীবীরা শেষ অফিস করেছেন বৃহস্পতিবার। শুক্র-শনি সাপ্তাহিক ছুটি, রোববার শবে কদরের ছুটি, সোমবার প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে ছুটি, এরপর তিন দিন ঈদুল ফিতরের ছুটি, তারপর ফের দু’দিন সাপ্তাহিক ছুটি শেষে আগামী ১০ জুলাই আবার অফিসে ফিরবেন তারা। লম্বা এই ছুটি সামনে রেখে ঈদের দিন পাঁচেক আগে থেকেই শুরু হয়ে গেছে বাড়ি ফেরা। শুক্রবার ছুটির দিন থাকায় গতকাল বৃহস্পতিবারই অনেকে ফিরে গেছেন প্রিয় আঙিনায়। আরেকটু গুছিয়ে নিয়ে অনেকে রওনা হচ্ছেন আজ শুক্রবার। সকালে সরেজমিনে সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে দেখা যায়, গত কয়েকদিনের চেয়ে বেড়েছে মানুষের আনাগোনা। ঢাকার বিভিন্ন এলাকা থেকে সদরঘাটমুখি বাসগুলোতেও ঘরমুখিদের চাপ। ভোর থেকেই চাঁদপুর, ভোলা, বরিশালের যাত্রীরা ভিড় করছেন টার্মিনালে। কখন লঞ্চ ছাড়বে সেই অপেক্ষায় বসে আছেন তারা। বাংলাদেশে নৌ-পরিবহন কর্তৃপক্ষের ( বিআইডব্লিউটিএ) যুগ্ম-পরিচালক ও ঈদ ম্যানেজমেন্ট প্ল্যান কমিটির আহ্বায়ক জয়নাল আবেদীন জাগো নিউজকে বলেন, আজ যাত্রীদের ভিড় একটু বেশি। গতকাল বৃহস্পতিবার থেকে ভিড় বেড়েছে।মিরপুর থেকে আসা রাইসুল আজম নামের এক যাত্রী বলেন, ৯ দিনের ছুটি পেয়েছি। তাই একটু ধীরে-সুস্থে বাড়ি যাচ্ছি। আমার সঙ্গে বড় ফুফুর দুই নাতনী যাচ্ছে। ওরা মনিপুর স্কুলে পড়ে।তিনি আরো জানান, গতবারের তুলনায় এবার সদরঘাটে একুট ভিড় কমও হলেও ভিক্টোরিয়া পার্ক থেকে হেঁটে এসেছি। এসএম/এনএফ/পিআর
Advertisement