সফরকারী শ্রীলঙ্কার চেয়ে ১১৮ রানে এগিয়ে থেকে তৃতীয় দিন শেষ করলো স্বাগতিক নিউজিল্যান্ড। দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ২৫৩ রান। এর আগে সফরকারীদের চেয়ে ১১৩ রান পিছিয়ে থেকে তৃতীয় দিন শুরু করে স্বাগতিকরা। উদ্বোধনী জুটিতে আসে ৭৫ রান। ৪ রানের ব্যবধানে ৩ উইকেট হারালে বিপদে পড়ে যায় স্বাগতিকরা। উইলিয়ামসন ও ওয়াল্টিং ৯৬ রানের জুটি করে সেই ধাক্কা সামাল দেন। দিন শেষে উইলিয়ামসন ৮০ ও ওয়াল্টিং ৪৮ রানে অপরাজিত আছেন। শ্রীলঙ্কার পক্ষে প্রদীপ নেন ৩ উইকেট। কুমার সাঙ্গাকারার ডাবল সেঞ্চুরির উপর ভর করে সফরকারী শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ হয় ৩৫৬ রানে।
Advertisement