আফগানিস্তানের রাজধানী কাবুলের পশ্চিমাঞ্চলে সদ্য পড়াশোনা শেষ করা কাডেট শিক্ষার্থীদের গাড়িবহরে দুটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবারের এ হামলায় আহত হয়েছেন আরো অন্তত শতাধিক। পুলিশের এক কর্মকর্তা জানান, আফগানিস্তানের ওয়ারদাক প্রদেশ থেকে কাবুলগামী অন্তত তিনটি বাসে বোমা হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশের ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দুই আত্মঘাতী বোমা হামলাকারী হামলায় অংশ নিয়েছে। কাবুলে কানাডার দূতাবাসে কর্মরত নেপালের নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর ১০ দিন আগে আত্মঘাতী হামলা হয়। এতে অন্তত ১৪ জন নিহত হয়। এর আগে, গত এপ্রিলে কাবুলে তালেবানের আত্মঘাতী হামলায় অন্তত ৬৪ জনের প্রাণহানি ঘটে। এসআইএস/এমএস
Advertisement