দেশজুড়ে

পথশিশুদের মাঝে ফোরাম এসডিএ`র পোশাক বিতরণ

ওরা পথশিশু। বন্দর নগরী চট্টগ্রামের ফয়েসলেকের আশেপাশেই তাদের বিচরণ। ফয়েসলেক বা চিড়িয়াখানায় কোনো দর্শনার্থী আসলেই ঘিরে ধরে তারা। বলতে থাকে- ভাইয়া/আপা একটা টাকা দেন, কয়টা টাকা দেন। টাকা না পেয়ে ছাড়তেই ডেন চায় তারা। তবে ঈদকে কেন্দ্র করে এসব পথশিশুদের নিয়ে বিকল্প উদ্যোগ গ্রহণ করেছে ফোরাম এসডিএ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন।বৃহস্পতিবার সকালে নগরীর ফয়েসলেক এলাকায় ৫০ জন সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে খাবার ও ঈদের নতুন পোশাক বিতরণ করেছে এ সংগঠনটি। এছাড়া নগরীরর বাঁশখালীর উপকুলীয় এলাকায় সুবিধা বঞ্চিত প্রায় তিনশ পরিবারের মাঝে খাবার ও ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে। ঈদ উপলক্ষে শুধু কাপড় বা খাবার নয়, এসব পথশিশুদেরকে ফোরামের সদস্যরা মেহেদি লাগিয়ে হাত রাঙ্গিয়ে দেন। এ সময় আনন্দে উৎফুল্ল হয়ে উঠে পথশিশুরা।ফোরাম এডিএ-এর নির্বাহী পরিচালক এ এম রায়হান জানান, শুধু চট্টগ্রাম নয়, নেত্রকোনা, বগুড়া ও কক্সবাজারেও পথশিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে।তিনি আরো জানান, সমাজের সুবিধা বঞ্চিত এসব শিশুদের জন্য ঈদের আনন্দ থাকে না। সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসে তাহলে এসব পথশিশুদের দুঃখ আর থাকবে না।এ সময় ফোরাম এসডিএ’র চট্টগ্রামের কর্মকর্তা জুয়েল ও তানভীর উপস্থিত ছিলেন।জীবন মুছা/আরএস/এবিএস

Advertisement