সনাতন পদ্ধতিতে অপরিচ্ছন্ন পরিবেশে লবণ উৎপাদন করায় এক কারখানাকে তিন লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রামের ভ্রাম্যমাণ আদালত। বুধবার জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত মেসার্স মালেক সন্সের লবণ কারখানায় অভিযান চালায়। অভিযানে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে উৎপাদন, সনাতন পদ্ধতি অনুসরণ, ওজনে কারচুপি ও আয়োডিন না দেওয়ায় প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিনের নেতৃত্বে ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ নুরুল আলম ও শান্তা রহমানের উপস্থিতে এ অভিযান পরিচালিত হয়।অপরদিকে, একই দিনে নগরীর মাঝিরঘাট এলাকার লবণ ফ্যাক্টরিগুলোতে বিশেষ অভিযান পরিচালানা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রহমান সানি। এসময় খোলা বাজারে আয়োডিনবিহীন লবণ বিক্রি করায় একটি ফ্যাক্টরিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জীবন মুছা/এএইচ/পিআর
Advertisement