হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে মার্কিন যুক্তরাষ্ট্র সহায়তা দিতে আগ্রহী বলে জানিয়েছেন কংগ্রেসের প্রভাবশালী সদস্য ফ্রাঙ্ক।বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ফ্রাঙ্ক সাংবাদিকদের এ কথা জানান।এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশ সন্ত্রাসের বিরুদ্ধে যে উদ্যোগ গ্রহণ করেছে, তাতে যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক আরো নিবিড় করতে চাই।’সাক্ষাৎ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘মার্কিন কংগ্রেসম্যানের সঙ্গে এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। তিনি সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা, সিভিল এভিয়েশন বিষয়ক নিরাপত্তা বিষয়ে জানতে চেয়েছেন। তাকে কূটনৈতিক পাড়ার নিরাপত্তা জোরদারসহ আমাদের নানা উদ্যোগের কথা জানিয়েছি। তিনি সব বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন।’দেশের সেবা খাতগুলোর মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত হচ্ছে পাসপোর্ট অধিদফতর। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এমন প্রতিবেদন সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দিন দিন দুর্নীতি কমে আসছে। আগামীতে টিআইবির প্রতিবেদনে দুর্নীতির কথা আসবে না বলে আশা করছি।’এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও এর আওতাধীন বিভিন্ন দফতর-সংস্থার মধ্যে ২০১৬-১৭ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক এতে সভাপতিত্ব করেন। এমইউএইচ/জেএইচ/পিআর
Advertisement