আর্জেন্টিনার জাতীয় দল থেকে দুদিন হল অবসর নিয়েছেন। তাকে হারিয়ে উন্মাতাল আর্জেন্টিনার মানুষ। মেসিকে ফিরিয়ে আনতে বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছে সবাই। প্রেসিডেন্ট থেকে শুরু করে কিংবদন্তি ফুটবলাররা সবাই মেসিকে দ্ব্যর্থহীন ভাষায় অনুরোধ করেছেন ফিরে আসতে। এতসবের মাঝেই আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে মেসির মূর্তি স্থাপন করা হলো।বুয়েন্স আয়ার্সের মেয়র লারেতা রদ্রিগেজ মেসির মতই দেখতে ব্রোঞ্জের তৈরি একটি মূর্তি স্থাপন করেন বুয়েন্স আয়ার্সে। এ সময় এক বিবৃতিতে মেসিকে আবারো জাতীয় দলে ফিরে আসার জন্য অনুরোধ জানান তিনি।মেসির অবসরের ঘোষণার ঠিক পরের দিনই এমন মূর্তি উন্মোচনে অনেকের রোষানলে পড়েছেন বুয়েন্স আয়ার্সের মেয়র। এই বুয়েন্স আয়ার্সেই আসছে শনিবার মেসিকে ফিরিয়ে আনতে হাজার হাজার মানুষ জড়ো হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ইতোমধ্যে ক্যাম্পেইনও শুরু করে দিয়েছে দেশটির মেসিপাগল ভক্তরা।আরআর/আরআইপি
Advertisement