বিনোদন

ঈদে ৮ পর্বে ছোটকাকুর কুয়াকাটায় কাটাকাটি

শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ‘ছোটকাকু’ সিরিজের ধারাবাহিক নাটক এবার ‘কুয়াকাটায় কাটাকাটি’। নাটকটি প্রচার হবে মোট ৮ পর্বে। ধরাবাহিকটি চ্যানেল আইতে প্রচার হবে ঈদের আগের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে।এর নাট্যরূপ ও পরিচালনা করেছেন আফজাল হোসেন। অভিনয়ে অর্ষা, সীমান্ত, তানভীর হোসেন প্রবাল প্রমুখ। আর নাম ভূমিকায় দেখা যাবে যথারীতি আফজাল হোসেনকেই।এবারের গল্পে দেখা যাবে কুয়াকাটায় সাম্প্রতিক সময়ে বেশকিছু ছেলে নিখোঁজ হয়েছে। এরমধ্যে একজন কুয়াকাটার প্রভাবশালী জনপ্রিয় মানুষ চৌধুরী সাহেবের ছেলেও রয়েছে। পুলিশ কিছুতেই এই নিখোঁজের রহস্য উদঘাটন করতে পারছে না। কুয়াকাটা থেকে চৌধুরী সাহেব লোক পাঠিয়েছেন ছোটকাকুকে কুয়াকাটায় নিয়ে যেতে। এই রহস্যের কুলকিনারা তো একটা করতেই হবে। যে ছেলেটা ছোটকাকুর পাশে বসে আছে সে রীতিমতো কাঁপছে। এতগুলো মানুষ প্রশ্ন করেছ, কোনোটারই সদুত্তর সে দিচ্ছে না। ছোটকাকু বললেন, আমাদের জানা প্রয়োজন ছেলেটা এতদিন কোথায় ছিল। জিপ গাড়িটা যেখানে থামল, মোটর সাইকেল নিয়ে হাবিবুর রহমান সেখানে দাঁড়িয়ে গেছে। শরিফ সিঙ্গাপুরী একটা কার্ড বের করলেন। লেমিনেটেড করা কার্ড। একটা আইডি কার্ড। হিপহিপ সাহেবের ছবি। পরিচয় লেখা জাঁ রেনে মাকগ্রিথ। পেশা জার্নালিস্ট। এসোসিয়েটেড প্রেস অব ফ্রান্স। এই সংবাদ সংস্থার লোক হয়ে কুয়াকাটার মতো ক্ষুদে জায়গায় কী করতে এসেছেন ভদ্রলোক? একটি ঘরে শুধু চৌধুরী সাহেবের নাতি প্রতীককে সরিয়ে ফেলেছিলেন আলাউদ্দিন।আলাউদ্দিনকে ওই ঘর থেকে বের হতে দেখে ছোটকাকুর সন্দেহ হয়েছিল। তারপর খেলনাগুলোকে হাত দিয়ে ধরতেই টের পেয়েছিলেন। তার মানে খেলনাগুলো একটু আগেও কেউ ব্যবহার করেছে? সেই শুরু। ছোটকাক প্রথম মুহূর্ত থেকেই সন্দেহ শুরু করলেন আলাউদ্দিনকে। তারপর থানায় যোগাযোগ। হাবিবুর রহমানকে নিয়ে বারবার সিমলায় যাওয়া। বাবলুর সঙ্গে দেখা করা। তাহলে কি ছেলেটিকে খুঁজে পাওয়ার একটা উপায় ছোটকাকুর সামনে এসেছে? দেখতে হলে চোখ রাখতে হবে চ্যানেল আইয়ের পর্দায়।এলএ/এবিএস

Advertisement