খেলাধুলা

ইউরোর কোয়ার্টারের সূচি

গ্রুপ পর্বের পর জমজমাট দ্বিতীয় রাউন্ডও শেষ। দুটি নক্ষত্রপতনের মধ্যদিয়েই শেষ হলো নকআউটের প্রথম পর্ব। আইসল্যান্ডের কাছে অঘটনের শিকার হয়ে বিদায় নিতে হয়েছে কাগুজে বাঘ ইংল্যান্ডকে। আর ইতালি-স্পেন যেহেতু মুখোমুখি হয়েছিল, তাতে এক দলের বিদায় অনেকটাই নিশ্চিত ছিল। তবে ইতালির কাছে হেরে স্পেনের বিদায়ে শেষ হয়ে গেলো তাদের হ্যাটট্রিক শিরোপা জযের স্বপ্ন। এছাড়া বাকি ফেভারিটরা ঠিকই উঠে গেছে শেষ আটে। কষ্টে হলেও পর্তুগাল ক্রোয়েশিয়াকে হারিয়ে উঠেছে শেষ আটে। ফ্রান্স, জার্মানি, ইতালি কিংবা বেলজিয়াম- সবগুলো দেশই নিজেদের নামের মর্যাদা ধরে রেখেছে।দ্বিতীয় রাউন্ড শেষ। দল কমে দাঁড়িয়েছে ৮টিতে। এবার শুরু কোয়ার্টার ফাইনালের লড়াই। বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে যাবে জমজমাট কোয়ার্টারের লড়াই। চলবে ৩ জুলাই পর্যন্ত। প্রথম দিনই পোল্যান্ডের মুখোমুখি হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। ১ জুলাই গ্যারেথ বেলের ওয়েলসের মুখোমুখি হবে তারকা নির্ভর বেলজিয়াম। তবে কোয়ার্টারে লড়াই হবে জার্মানি এবং ইতালির। দুই বিশ্বচ্যাম্পিয়নের এই লড়াইয়েই হয়তো নির্ধারণ হয়ে যাবে কোপার চ্যাম্পিয়ন হবে কেন। বারুদে ঠাসা লড়াইয়ের অপেক্ষাতেই থাকতে হবে সবাইকে।কোয়ার্টারের শেষ ম্যাচে মাঠে নামবে স্বাগতিক ফ্রান্স। তাদের প্রতিপক্ষ চমক জাগানিয়া দল আইনসল্যান্ড। গ্রুপ পর্বে পর্তুগালকে থমকে দিয়েছিল। নকআউটে এসে ইংল্যান্ডকে বিদায় করেছে। সেই আইসবার্গে কী এবার ধাক্কা খাবে ফরাসিরা! জানতে অপেক্ষোয় থাকতে হবে ৩ জুলাই পর্যন্ত।ইউরোয় কোয়ার্টার ফাইনালের সূচিতারিখ    সময়    ম্যাচ    ভেন্যু

Advertisement

৩০ জুন    রাত ১টা     পোল্যান্ড-পর্তুগাল    মার্সেই১ জুলাই    রাত ১টা    ওয়েলস-বেলজিয়াম   লিলে২ জুলাই    রাত ১টা    জার্মানি-ইতালি        বোর্দক্স৩ জুলাই    রাত ১টা    ফ্রান্স-আইসল্যান্ড    প্যারিসআইএইচএস/এবিএস