ফ্রান্সে অবৈধ সম্পত্তির পাহাড় গড়ার অভিযোগে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের এক চাচার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গঠন করা হয়েছে। ফ্রান্সের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ৭৮ বছর বয়সী রিফাত আল আসাদ, যিনি ১৯৮০ সালে সিরিয়ার ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। অভ্যন্তরীন নিরাপত্তা বাহিনীর গুরুত্বপূর্ণ পদেও ছিলেন তিনি। প্যারিসের বেসরকারি সংস্থা শেরপা ২০১৩ ও ২০১৪ সালে রিফাত আল আসাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। গত ৯ জুনে প্যারিসে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গঠন করা হয়েছে। বাশার আল-আসাদের এই চাচাকে ফ্রান্স ত্যাগেও নিষেধাজ্ঞা জারি করেছে ফ্রান্সের একটি আদালত। সিরিয়ায় ক্ষমতাসীন থাকার সময় তিনি অবৈধ সম্পত্তির পাহাড় গড়েছিলেন বলে শেরপা দাবি করেছে। রিফাত ও তার পরিবার ফ্রান্সে একশ মিলিয়ন মার্কিন ডলারের বিভিন্ন কোম্পানি প্রতিষ্ঠা করেছেন। এসআইএস/এমএস
Advertisement