৫ জানুয়ারি ২০ দলের পূর্ব ঘোষিত ‘গণতন্ত্র হত্যা দিবস’ কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে রাজধানীতে গণপরিবহন সংকটে কর্মজীবি মানুষরা।রাস্তায় পর্যাপ্ত যানবাহন না থাকায় রাজধানীমুখী কর্মব্যস্ত মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। মোহাম্মদপুর, ফার্মগেট ও মহাখালি এলাকা ঘুরে দেখা যায়, গণপরিবহনের অপেক্ষায় রাস্তায় শত শত মানুষ দাঁড়িয়ে আছেন। সিএনজিগুলো যাত্রীদের কাছে ডাবল ভাড়া চাইছে। অনেকেই পায়ে হেঁটে অফিসে যাচ্ছেন।তবে সকাল থেকে মোহাম্মদপুর, ফার্মগেট ও মহাখালি এলাকায় সরকার দলীয় কিংবা বিরোধী দলের নেতাকর্মীদের রাজপথে দেখা যায়নি।
Advertisement