রাজধানীর মোহাম্মদপুরের বাঁশবাড়ি এলাকায় হাত-পা বেঁধে নির্মাণাধীন ভবন থেকে ফেলে সোহেল (৩০) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। রোববার রাতে এ ঘটনা ঘটে।মোহাম্মদপুর থানার এসআই মিনহাজুল ইসলামে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি বলেন, ‘এক যুবক ছাদ থেকে পড়ে মারা গেছেন এমন খবরে আমরা রাত ১০টার দিকে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছি’।পূর্ব শত্রুতার জের ধরে কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে জানান এসআই মিনহাজুল। এঘটনায় কে, বা কারা জড়িত থাকতে পারে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি।
Advertisement