রাতারাতি পরমাণু অস্ত্র তৈরির ক্ষমতা রাখে জাপান। তাই উত্তর কোরিয়াকে এখনই সামলানো জরুরি, না হলে বিপদ হতে পারে। চীনকে এমনই কড়া বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বিডেন দেশের সরকারি গণমাধ্যমে দেওয়া এক ভাষণে এ কথা জানিয়েছেন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে উদ্দেশ্য করেই এ বার্তা দেওয়া হয়েছে বলে জানান তিনি। জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়ার একের পর এক পরমাণু অস্ত্রের পরীক্ষা নিয়ে বেশ উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। জো বিডেনের গণমাধ্যমের ভাষণেও সেই উদ্বেগ ধরা পড়েছে। চীনের পরোক্ষ প্রশ্রয়েই উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র পরীক্ষার সাহস পাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন বিডেন। তার মতে, যুক্তরাষ্ট্র এবং চীন উত্তর কোরিয়ার বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নিতে ব্যর্থ হলে বিপদ বাড়বে। কিন্তু জাপান চাইলেই একদিনের মধ্যেই পরমাণু অস্ত্র বানিয়ে ফেলতে পারবে। তখন পরিস্থিতি আরো খারাপ হবে। কেননা রাতারাতি পরমাণু অস্ত্র তৈরির ক্ষমতা রাখে জাপান। বিডেনের এই বার্তা প্রেসিডেন্ট শি জিনপিংকে উদ্দেশ্য করেই দেয়া হয়েছে। কেননা উত্তর কোরিয়াকে প্রভাবিত করতে সবচেয়ে বেশি সক্ষম চীন। কিন্তু একের পর এক পরমাণু ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে থাকা উত্তর কোরিয়াকে চীন কোনও কড়া বার্তা দিচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন বিডেন। চীনের প্রতিবেশী উত্তর কোরিয়া অবাধে পরমাণু অস্ত্র বানিয়ে যদি প্রতিনিয়ত যুক্তরাষ্ট্রকে হুমকি দিতে থাকে তবে চীনের প্রতিদ্বন্দ্বী জাপানকেও রাতারাতি পরমাণু শক্তিধর হয়ে ওঠার ছাড়পত্র দিতে যুক্তরাষ্ট্র এক মুহূর্তও ভাববে না বলে ইঙ্গিত দেন বিডেন।টিটিএন/পিআর
Advertisement