সব ধরনের নিয়োগ পরীক্ষাতেই এমসিকিউ প্রশ্ন থাকে। যে প্রশ্নের সঠিক উত্তর জানতে সাধারণ জ্ঞানে ভালো দক্ষতা একান্ত প্রয়োজন। আলোচিত কিছু বিষয়ের খুঁটিনাটি জানা থাকলেই এমসিকিউ অংশে ভালো ফলাফল আশা করা যায়। তাই চাকরির প্রস্তুতির জন্য আজকের আয়োজনের ১ম পর্ব- ১. প্রশ্ন : নগর রাষ্ট্র বলা হয় কোন দেশকে?উত্তর: সিঙ্গাপুর।২. প্রশ্ন : বিশ্বের প্রথম মহিলা পাইলট কে?উত্তর : অ্যালেন শোফার্ড।৩. প্রশ্ন : বিশ্বের প্রথম মহিলা পাইলট কোন দেশের নাগরিক? উত্তর : যুক্তরাষ্ট্র।৪. প্রশ্ন : প্রথম কিন্ডার গার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা কে?উত্তর : ফ্রোয়েবল।৫. প্রশ্ন : কোন শহরকে ‘মোটর গাড়ির শহর’ বলা হয়?উত্তর : ডেট্রয়েট শহরকে।৬. প্রশ্ন : ডেট্রয়েট শহর কোন দেশে?উত্তর : যুক্তরাষ্ট্রে।৭. প্রশ্ন : বাংলাদেশের সংবিধান কোন ধরনের?উত্তর : লিখিত সংবিধান।৮. প্রশ্ন : মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট কে প্রতিষ্ঠা করেন?উত্তর : শেখ মুজিবুর রহমান।৯. প্রশ্ন : আয়তনে বাংলাদেশের বড় জেলা কোনটি?উত্তর : রাঙ্গামাটি।১০. প্রশ্ন : রাঙ্গামাটি জেলার আয়তন কত?উত্তর : ৬.১১৬ বর্গ কিলোমিটার।১১. প্রশ্ন : বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন?উত্তর : ফখরুদ্দিন মুবারক শাহ।১২. প্রশ্ন : আন্তর্জাতিক আদালতের সদর দফতর কোথায়?উত্তর : নেদারল্যান্ডের হেগ শহরে।১৩. প্রশ্ন : গণতন্ত্রের সূচনা হয়েছিল কোন দেশে?উত্তর : গ্রীসে।১৪. প্রশ্ন : দেশে এ যাবত মোট গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে কতটি?উত্তর : ২৩টি।১৫. প্রশ্ন : মুসলিম পারিবারিক আইন পাস হয় কত সালে?উত্তর : ১৯৬১ সালে।১৬. প্রশ্ন : বাংলাদেশের প্রথম ইপিজেড স্থাপিত হয় কোথায়?উত্তর : চট্টগ্রামে।১৭. প্রশ্ন : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় কত সালে?উত্তর : ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে।১৮. প্রশ্ন : ইসরাইলের রাজধানীর নাম কী?উত্তর : জেরুজালেম।১৯. প্রশ্ন : সাদ্দাম হোসেনের রাজনৈতিক দলের নাম কী ছিল?উত্তর : বাথ পার্টি।২০. প্রশ্ন : সুদানের দারফুরে যুদ্ধরত আরব মিলিশিয়া বাহিনীর নাম কী?উত্তর : জানজাবিদ।এসইউ/এবিএস
Advertisement