আন্তর্জাতিক

১৪ বছরে ৭ কোটি শিশুর মৃত্যুর আশঙ্কা

রাজনীতিবিদরা বৈশ্বিক সমতা নিশ্চিত না করতে পারলে ২০৩০ সালের মধ্যে পাঁচ বছরের কম বয়সী প্রায় ৭ কোটি শিশুর মৃত্যু হবে বলে আশঙ্কা করছে ইউনিসেফ। বিপুল সংখ্যক শিশুর মৃত্যু হবে মূলত এমন কারণে যা প্রকৃতপক্ষে প্রতিরোধযোগ্য। মঙ্গলবার ইউনিসেফ প্রকাশিত এক প্রতিবেদনের এ আশঙ্কার কথা বলা হয়েছে। ‘স্টেট অব দ্য ওয়ার্ল্ডস চিলড্রেন ২০১৬’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্য সমস্যার পাশাপাশি শিশুদের সংঘাত-সংঘর্ষ ও প্রাকৃতিক দূর্যোগের ফলেও ভুগতে হচ্ছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, কার্যকর কোনো ব্যবস্থা না নিলে ১৬ কোটি শিশুকে দারিদ্র্যের মুখোমুখি হতে হবে। এছাড়া বিশ্বব্যাপী ৭৫ কোটি শিশুর বাল্যবিয়ের শিকার হওয়ার শঙ্কাও করা হয়েছে প্রতিবেদনে। প্রতিবেদনের বিষয়ে ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান্থনি লেকে ভাষ্য, আমাদের সামনে একটি পথ খোলা রয়েছে, তা হলো এই শিশুদের জন্য টাকার ব্যবস্থা করা অথবা পৃথিবীকে আরো অসম ও বিভক্ত হতে দেয়া। ১৯৯০ সালের পর থেকে পাঁচ বছরের কম বয়সী শিশু মৃত্যুহার প্রায় অর্ধেকে নেমে এসেছে। একই সময়ে প্রায় একই হারে কমেছে অতিদরিদ্রের হারও। তবে এই অগ্রগতিকে ইউনিসেফ যে যথেষ্ট মনে করছে না তা প্রতিবেদনে স্পষ্ট। দক্ষিণ এশিয়ার বেশিরভাগ ও সাব-সাহারায় জন্ম নেয়া যেসব শিশুর মায়েদের অন্তত মাধ্যমিক পর্যায়ের শিক্ষা রয়েছে তাদের তুলনায় অশিক্ষিত মায়ের শিশুদের পাঁচ বছর বয়সের আগেই মৃত্যুর সম্ভাবনা তিন গুন বেশি। প্রতিবেদনে বলা হয়েছে, দারিদ্র্য দূরীকরণে ও মৃত্যুহার কমাতে শিক্ষাখাতে বিনিয়োগ খুবই জরুরি। এনএফ/পিআর

Advertisement