বয়স মাত্র ২৯ বছর। যে ফর্ম এবং যে ফিটনেস তাতে আর সাত-আট বছর তো অনায়াসেই খেলতে পারেন লিওনেল মেসি। অথচ, এখনই কি না অবসরের ঘোষণা দিয়ে দিলেন! আন্তর্জাতিক ফুটবলে আর দেখা যাবে না তাকে! ঐতিহ্যের আকাশি-সাদা জার্সি গায়ে বিখ্যাত ১০ নম্বর জার্সিতে আর দেখা যাবে না মেসিকে! এ যেন এক বজ্রাহতের মত খবর মেসি ভক্তদের জন্য।টানা তিনটি বড় টুর্নামেন্টের ফাইনালে এসে হারতে হলো মেসিকে। ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে হারের পর, ২০১৫ কোপা আমেরিকার ফাইনাল এবং সর্বশেষ ২০১৬ কোপা আমেরিকার ফাইনাল। টানা তিন ফাইনালে হেরে বিধ্বস্ত মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরেরই ঘোষণা দেন। মেসির আচমকা এই অবসর ঘোষণা মেনে নিতে পারছে না বিশ্বব্যাপী তার লক্ষ-কোটি সমর্থক। কেউ বিশ্বাসই করতে চাইছে না যে আর্জেন্টিনার জার্সি গায়ে আর খেলবেন না তিনি। এ কারণে ভক্তকুলের কাছ থেকে আকুল আবেদন, ‘এভাবে যেয়ো না মেসি। অবসর ভেঙে আবার ফিরে এসো।’শুধু ভক্তরা কেন, মেসির অবসরের ঘোষণা শোনার পর তা মেনে নিতে পারছেন না চিলির অধিনায়ক এবং মেসিরই ক্লাব সতীর্থ ক্লদিও ব্র্যাভো। আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জয়ের পর সাংবাদিকদের সামনে উপস্থিত হয়ে ব্র্যাভো মেসির কাছে আবেদন করেন, ‘প্লিজ আরও কয়েক বছর জাতীয় দলের হয়ে খেলুন। এভাবে আবেগের কাছে নত হয়ে অবসর নেবেন না।’ব্র্যাভো সাংবাদিকদের বলেন, ‘আমার কাছে সব সময়ই মেসি হলেন বিশ্বসেরা ফুটবলার। আমরা তার ব্যক্তিত্ব এবং যোগ্যতা সম্পর্কে ভালোভাবেই জানি। আমি চাই বিশ্বের সেরা এই ফুটবলার আরও খেলুক এবং আর্জেন্টিনার জার্সি গায়ে খেলা চালিয়ে যাক।’মেসি ভক্তরা চান যেভাবেই হোক তিনি অবসর ভেঙে ফিরে আসুন। এ জন্য ফেসবুকের মাধ্যমে তারা বিশ্বব্যাপী জনমত গড়ে তোলার কাজে নেমে পড়েছে। ফেসবুকেই আবেদন তৈরি করে সেটাকে পৌঁছানোর চেষ্টা করছেন মেসি, মাচেরানো এবং আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের কাছে। ভারত থেকেই এই আবেদন তৈরি করা হয়েছে। যুগ পাপত নামে একটি অনলাইন অ্যাক্টিভিস্ট আবেদনটি তৈরি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় ৫ হাজার মানুষ মেসি এবং আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের কাছে আবেদনে স্বাক্ষর করেছেন, যেন সিদ্ধান্ত পাল্টে আবারও ফিরে আসেন মেসি। যুগ পাপতের আবেদনে খুব করুণ স্বরে বলা হয়েছে, ‘প্রিয় মেসি, আমরা সবাই জানি যে আপনার হৃদয় ভেঙে গেছে। কিন্তু প্লিজ এই কারণে আপনি অবসর নেবেন না। আপনার দেশ এবং দলের প্রয়োজন রয়েছে আপনাকে। আমরা সবাই বিশ্বাস করি যে, আপনি ২০১৮ বিশ্বকাপ জিততে পারবেন। অবসর নেয়ার বয়স এখনও হয়নি আপনার। আমি সব ফুটবলপ্রেমীর কাছে আবেদন করছি এই আবেদনে স্বাক্ষর করার জন্য। যেন মেসি আবার জাতীয় দলের জার্সি গায়ে ফিরে আসেন। প্লিজ মেসি ফিরে আসুন। বিশ্বব্যাপী আপনার ডাইহার্ট সমর্থকরা।’আইএইচএস/এমএস
Advertisement