অর্থনীতি

ঈদের ছুটিতেও ব্যাংক খোলা রাখার দাবি ব্যবসায়ীদের

ঈদের দীর্ঘ নয়দিন ছুটির সময় ব্যাংকের লেনদেন চালু রাখার দাবি করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।সোমবার বাংলাদেশ ব্যাংকে এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে সংগঠনটি। বিষয়টি নিয়ে গভর্নরের সঙ্গে সাক্ষাৎও করবেন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ।এ বিষয়ে আবদুল মাতলুব আহমাদ বলেন, ঈদের দীর্ঘ ছুটি চাকরিজীবীদের জন্য ভালো। তবে এতে করে ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হবেন। কারণ, ব্যাংক বন্ধ থাকলে নগদ টাকা জমা রাখা যাবে না। এতে চুরি ডাকাতির ভয় রয়েছে। ফলে নগদ টাকা নিয়ে সমস্যায় পড়বেন ব্যবসায়ীরা। তাই ঈদের নয়দিনের ছুটিতে ব্যাংক লেনদেনসহ সেবা খাত সচল রাখার দাবি জানান তিনি।ব্যাংক খোলা রাখার প্রসঙ্গে এফবিসিসিআই সভাপতি বলেন, ঈদের আগে আগামী ৪ জুলাই পর্যন্ত লেনদেন চালু রাখতে হবে। এবং ঈদের দুদিন পর অর্থাৎ ৯ জুলাই থেকে আবার লেনদেন চালুর দাবি জানান তিনি। বিষয়টি নিয়ে গভর্নরের সঙ্গে আজ আলোচনা করবো। আশা করছি গভর্নর এ বিষয়টি আমলে নিয়ে ব্যাংক লেনদেন চালু রাখবেন।এসআই/এনএফ/এবিএস

Advertisement