ঢাকা থেকে ঈদে বাড়ি ফিরতে যারা ট্রেনকে বেছে নিচ্ছেন তাদের জন্য শেষ দিনের, অর্থাৎ ৫ জুলাইয়ের টিকিট বিক্রি হচ্ছে আজ সোমবার। আর আগের চারদিনের ধারাবাহিকতায় আজও কমলাপুর রেল স্টেশনে দেখা গেঠে টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন। ৬ জুলাই ঈদ হওয়ার সম্ভাবনা মাথায় রেখে ৫ জুলাইয়ের টিকিট প্রত্যাশীরা আজ কমলাপুরে ভিড় করেছেন সেহরির পর থেকেই। সময় যত গড়িয়েছে, টিকিট প্রত্যাশীদের লাইনও তত দীর্ঘ হয়েছে, চড়েছে তাপমাত্রার পারদও। টিকিট প্রত্যাশীরা সেহরির পরপরই লাইনে দাঁড়িয়ে গেলেও টিকিট বিক্রি শুরু হয়েছে যথারীতি সকাল ৮টা থেকে। টিকিটের আশায় কমলাপুরে ভিড় করে দাঁড়ানো কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের বেশিরভাগই বেসরকারি চাকরিজীবী। প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে ৪ জুলাই সরকারি ছুটি ঘোষিত হওয়ায় সরকারি চাকুরেদের এবার ঈদের মোট ছুটি মিলছে ৯ দিন। তবে বেসরকারি চাকরিজীবীদের বেশিরভাগেরই সে ছুটির সুযোগ না থাকায় তাদের ছুটতে হচ্ছে ৫ জুলাইয়ের টিকিটের আশায়। অগ্রিম টিকিট বিক্রির কাউন্টারে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের আশা তারা সবাইকেই টিকিট দিতে পারবেন। তবে এরজন্য টিকিটি প্রত্যাশীদের ধৈর্য ধরে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, অগ্রিম টিকিট বিক্রির সময় কালোবাজারি প্রতিরোধে রেলওয়ে কর্তৃপক্ষ পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে। রেলওয়ে পুলিশ ছাড়াও সাদা পোশাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর আছেন।তিনি আরো বলেন, টিকিট কাউন্টারগুলোর প্রতিটি লাইনে আমাদের নিরাপত্তাকর্মীরা দায়িত্ব পালন করছেন। রেলওয়ে কর্তৃপক্ষের সিসি ক্যামেরা ছাড়াও আমাদের সজাগ দৃষ্টি আছে, কাউকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।৫ তারিখের রংপুরগামী ট্রেনের টিকিট কিনতে এসেছিলেন পোশাককর্মী শিউলি আক্তার। ট্রেনের টিকিট সংগ্রহে নারীদের লাইন একটাই, সেজন্য খুব ধীর গতিতে এগোচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ঈদের ছুটি তিনদিন আর তার সঙ্গে দুইদিনের ছুটি নিয়েছি। তাই অনেক বেশি ভিড় হবে জেনেও বাধ্য হয়ে আজ টিকিট কাটতে এসেছি।এর আগে গতকাল অগ্রিম ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সার্বিক পরিস্থিতি পরিদর্শনে এসে র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেন, টিকিট কালোবাজারিদের শক্ত হাতে প্রতিরোধ করা হবে। তারই ধারাবাহিকতায় (রোববার) ক’জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের র্যাবের ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। এ অভিযান অব্যাহত থাকবে। এর উদ্দেশ্য যাতে করে যাত্রীরা অগ্রিম টিকিট নিতে পারেন এবং নির্বিঘ্নে বাড়ি রওনা দিতে পারেন।ঢাকা-চট্টগ্রাম রুটে নতুন ট্রেন ‘সোনার বাংলা এক্সপ্রেস’ উদ্বোধন উপলক্ষে গত শনিবার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি বন্ধ ছিল। সেদিন ৪ জুলাইয়ের টিকিট বিক্রির কথা থাকলেও তা বিক্রি হয় গতকাল রোববার। ফলে একদিন পিছিয়ে ৫ জুলাইয়ের টিকিট বিক্রি হচ্ছে আজ সোমবার। এএস/এনএফ/এবিএস
Advertisement