খেলাধুলা

পাকিস্তানের বিপক্ষে তিনটি টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ

পাকিস্তানের দেওয়া তিন টেস্টের প্রস্তাবটি অবশেষে গ্রহণ করলো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। সেপ্টেম্বর-অক্টোবরে আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষে থেকে রোববার এটি নিশ্চিত করা হয়।আরব আমিরাত সফরকালে ওয়েস্ট ইন্ডিজ তিনটি টেস্টের পাশাপাশি তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে। এর আগে দুটি টেস্ট, পাঁচটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল দুদলের। কিন্তু পাকিস্তান দল নতুন করে তিন টেস্টের প্রস্তাব দিলে ওয়ানডে কমিয়ে একটি টেস্ট এবং একটি টি-টোয়েন্টি বাড়াতে মত দেয় ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি এও জানান, তিন টেস্টের একটি হবে দিবারাত্রির টেস্ট ম্যাচ। ‘সিরিজে দিবারাত্রির টেস্ট ম্যাচও হবে। আমরা আমাদের ঘরোয়া লিগে ১০টি দিবারাত্রির প্রথম শ্রেণীর ক্রিকেট আয়োজন করেছি যাতে করে সবাই এটিতে খেলে অভ্যস্ত হতে পারে।’ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি দিবারাত্রির টেস্ট ম্যাচের পাশাপাশি নভেম্বরে অস্ট্রেলিয়া সফরেও একটি দিবারাত্রির টেস্ট ম্যাচ খেলবে মিসবাহ-ইউনুসরা। আরআর/পিআর

Advertisement