আন্তর্জাতিক

পাকিস্তানে ড্রোন হামলায় নিহত ৬

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় অন্তত ছয় জঙ্গি নিহত হয়েছেন। গত মাসে পেশোয়ারে সেনা পরিচালিত স্কুলে তালেবান হামলার পরিপ্রেক্ষিতে জঙ্গিবিরোধী অভিযান জোরদার হওয়ার পর এ ড্রোন হামলা হয়েছে। উত্তর ওয়াজিরিস্তানের লাওয়ারা মান্দির দুটো কম্পাউন্ডে এ হামলা হয়। ওই এলাকায় তালেবান ও আল-কায়েদা জঙ্গিরা দীর্ঘদিন ধরে তৎপর। তবে পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র মাঝেমধ্যেই এ ড্রোন হামলা চালানোর কারণে প্রকাশ্যে এর নিন্দা করে আসছে ইসলামাবাদ।

Advertisement