বিশিষ্ট সুরকার ফুয়াদ আল মুক্তাদিরের গাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুরে গুলশানে এঘটনা ঘটে।এনিয়ে নিজের ফেসবুক পেইজে ফুয়াদ আল মুক্তাদির লিখেছেন, আমি আমার দেশ ও দেশের গানকে ভালবেসে ৮ বছর আগে বাংলাদেশে ফিরে আসি। এই জায়গার ভয়াবহতা সম্পর্কে আমার পরিবার আমাকে আগেই সতর্ক করেছিল, কিন্তু আমি শুনিনি। এখন আমি বুঝতে পারছি। ইটটা আমার স্ত্রীর মাথার ১ ইঞ্চির ও কম দূর দিয়ে গেছে, কাঁচ দিয়ে আমাদের হাত ভরা ছিল। জাহান্নামে যাক রাজনীতি ও সব কিছু। আমরা মুদির দোকানে যাওয়ার জন্য মাত্র বের হয়েছিলাম। বাসায় এসে আমি এখন মায়ার চুল থেকে কাঁচের টুকরা বের করছি। আমার শিক্ষা হয়ে গেছে।উল্লেখ্য, ১৯৮৮ সালে আট বছর বয়সে তিনি বাংলাদেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে জুনিয়র হাই স্কুলে ভর্তি হন। তিনি সেখানে সবসময় সঙ্গীতের সাথে ছিলেন এবং অবশেষে ১৯৯৩ সালে জেফিয়ার নামে একটি ব্যান্ড গঠন করেন রিচার্ড মধু, হিমেল, সুমন এবং ফ্রেড এর সাথে। তারা বেশ কিছু ট্র্যাক রেকর্ড করেন এবং ১৯৯৯ সালে ব্যান্ড ছেড়ে দেয়ার আগে তারা নিউ ইয়র্ক অধিবাসীদের বাংলাদেশী সম্প্রদায়ের মধ্যে মায়া ১ এবং ২ অ্যালবাম প্রকাশ করেন।
Advertisement