ধর্মের নামে রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য সকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহবান জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। রোববার পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে ময়দানে আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশন আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি এ কথা বলেন।তিনি বলেন, শান্তির ধর্ম ইসলাম কখনও ধর্মীয় মৌলবাদ-জঙ্গীবাদ তথা ধর্মের নামে বাড়াবাড়িকে সমর্থন করে না। ইসলামের সাম্যবাদের শিক্ষা গ্রহণ করে সকল ধর্মপ্রাণ মানুষকে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী বলেন, ধর্মের নামে রাজনীতি আসলে ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে এক ধরনের ফায়দা হাসিলের কারসাজী, যা চলতে দেয়া যায় না। মৌলবাদ ও ধর্মীয় অনুশাসন দুটি সম্পূর্ন ভিন্ন জিনিষ। ধর্মীয় অনুশাসনের ধোঁয়া তুলে মানুষকে বিভ্রান্ত করা গর্হিত অপরাধ।তিনি বলেন, প্রায় সাড়ে ১৪শ` বছর আগের এই দিনে আরবের সম্ভ্রান্ত কুরাইশ বংশে আমাদের প্রিয় নবী ও রাসুল হযরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন এবং এই দিনেই তিনি পৃথিবী থেকে বিদায় নেন। তাই দিনটি মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন।অনুষ্ঠানে মাইজভান্ডার দরবার শরীফের গদিনশীন পীর মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল-হাছানী আল-মাইজভান্ডারী প্রধান অতিথির বক্তৃতা করেন। মাইজভান্ডারী এসোসিয়েশনের সভাপতি তসলিম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন রাজনিতিক,ইসলামী চিন্তাবিদ ও গবেষকগণ রাসুল (সা.) পবিত্র জীবন যাপন প্রণালী, ধর্মীয় অনুশাসন এবং ইসলামের মর্মবাণী সম্পর্কে আলোকপাত করেন।
Advertisement