জাতীয়

বাড়লো মৈত্রী ট্রেনের সংখ্যা

ঢাকা ও কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে। এখন থেকে রোববার ও সোমবারও চলবে মৈত্রী ট্রেন। রোববার কলকাতা থেকে ঢাকার উদ্দেশে যাত্রার মধ্য দিয়ে এই রেল যোগাযোগের নতুন সেবা শুরু হলো। কাল সোমবার ঢাকা থেকে কলকাতায় চলবে মৈত্রী এক্সপ্রেসের এই বাড়তি সেবা।২০০৮ সালে যাত্রা শুরুর পর মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি ঢাকার ক্যান্টমেন্ট এবং কলকাতার কলকাতা স্টেশন থেকে সপ্তাহে দুদিন করে চলতো। কলকাতা থেকে ছাড়ত শনি ও মঙ্গলবার সকাল ৭টায় ১০ মিনিটে। আর ঢাকা থেকে ছাড়ত বুধ ও শুক্রবার। এখন থেকে এই ট্রেনটি দুই জায়গা থেকেই সপ্তাহে তিন দিন করে চলবে। কলকাতা থেকে বাড়তি ট্রেনটি ছাড়বে রোববার। আর ঢাকা থেকে বাড়তি ছাড়বে সোমবার।ফলে এখন কলকাতা থেকে এই ট্রেনটি ছাড়বে শনি, রোব ও মঙ্গলবার। আর ঢাকা থেকে ছাড়বে সোম, বুধ ও শুক্রবার।

Advertisement