দেশজুড়ে

উৎপাদন বেশি বলেই ২০ কেজি চাল পাচ্ছে দুস্থরা

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি হয়েছে বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ কেজি করে চাল দিচ্ছেন গরীব-দুস্থদের মাঝে। শনিবার নিজ নির্বাচনী এলাকা শেরপুরের নকলা উপজেলায় দুস্থদের মধ্যে ভিজিএফের চাল এবং ঈদ উপলক্ষে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পোশাক বিতরণকালে এসব কথা বলেন মন্ত্রী। উপস্থিত জনতার উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আপনারা ভালো চাল দেন, ভালো ধান উৎপাদন করেন বলেই আমরা বাংলাদেশ থেকে শ্রীলঙ্কায় চাল রফতানি করার সুযোগ পেয়েছি, যা অন্য কেউ পায়নি। আর তাইতো ৯২০ টাকা মণ ধানের দাম একমাত্র শেখ হাসিনাই দিতে পারে। শেখ হাসিনার সরকার থাকলে দেশে সাধারণ মানুষের উপকার হয়। বিনা পয়সায় বই পায়, পায় উপবৃত্তি। কৃষিমন্ত্রী নিজ নির্বাচনী এলাকা নকলা উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধানমন্ত্রী ও তার নিজ তহবিল থেকে ৫৫২টি থ্রি পিস ও শাড়ি, ১০ হাজার ৮০০ জন গরীব দুস্থের মাঝে ২০ কেজি করে ভিজিএফ চাল। এছাড়াও ৮০০ পিস শাড়ি, ৮০০ পিস ট্রাউজার ও টি-শার্ট এবং ৮০০ পিস শার্ট বিতরণ করেন।অনুষ্ঠানে শেরপুরের জেলা প্রশাসক এএম পারভেজ রহিম, পুলিশ সুপার মেহেদুল করিম, উপজেলা চেয়ারম্যান মাহবুব আলী চৌধুরী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।হাকিম বাবুল/এআরএ/আরআইপি

Advertisement